পাঁচ দিনের মার্কিন সফর শেষ হচ্ছে আজ । তাঁর আগে সোমবার ভারতীয় সময় রাত ৯.৩০ মিনিট নাগাদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী। গত সেপ্টেম্বরের পর আরও একবার। দ্বিতীয়বারের মার্কিন সফরেও ওবামার সঙ্গে সাক্ষাত করে নিজেকে অভিভূত বলে ব্যাখ্যা করলেন নরেন্দ্র মোদী।
বৈঠকে উপস্থিত ছিলন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিদেশ সচিব জন কেরি সহ মার্কিন প্রতিনিধিরা। অন্যদিকে ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় প্রতিনিধিরা। বৈঠক শেষে মোদী জানালেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার জন্য ভারতকে সমর্থন করবে আমেরিকা। এ ব্যাপারে আমেরিকার তরফে আশ্বাসও মিলেছে বলে জানান মোদী। এর পরেই পরিবেশ সংরক্ষণ ইস্যুতে আমেরিকা ও ভারত একসঙ্গে কাজ করতে বধ্যপরিকর বলে জানান প্রধানমন্ত্রী।
মোদীর কথায়, “নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ পেতে মার্কিন সমর্থনের আশ্বাস দিয়েছেন স্বয়ং ওবামা। গত সেপ্টেম্বরের মার্কিন সফরের পর থেকে আমেরিকা ও ভারতের মধ্যে সম্পর্ক প্রগাঢ় হয়েছে। আগামীদিনে এশিয়ার উন্নয়নে ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ করবে।” রাষ্ট্রসংঘের কাঠামো উন্নয়ন সংক্রান্ত মার্কিন দাবিকে ভারত সমর্থন করে বলেও এদিন জানান মোদী।