৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ওবামার নোবেল পুরস্কার নিয়ে ফের বিতর্ক

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক। এবারে বিতর্ক উস্কে দিয়েছেন নোবেল কমিটির একজন প্রাক্তন কর্মকর্তা। ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য অনুশোচনা করেছেন নোবেল কমিটির কর্মকর্তা গায়ের লানডেস্টেড। নিজের আত্মজীবনীতে তিনি লিখেছেন, কমিটি ভেবেছিল এই পুরস্কার মি.ওবামাকে আরও উজ্জীবিত করবে। যদিও তার এই পুরস্কার পাওয়া নিয়ে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই অনেক সমালোচনা হয়েছিল।

মি. লানডেস্টেড নিজের আত্মজীবনীতে আরও লিখেছেন তার সমর্থকেরাও ভেবেছিল এটা হয়তো কোনও ভুল হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টদের সাধারণত নরওয়ের রাজধানী অসলোতে গিয়ে পুরস্কার নেওয়ার রেওয়াজ নেই। কিন্তু হোয়াইট হাউজ খুব দ্রুত বুঝতে পারলো তাদের অসলো যাওয়ার প্রয়োজন রয়েছে। তিনি বলেছেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি অবদান রাখবেন এই আশা পূরণে ব্যর্থ হয়েছেন ওবামা।

মি. লানডেস্টেড শান্তি কমিটির একজন প্রভাবশালী সদস্য হিসেবে ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত কাজ করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ