পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যায় তাদের মেয়ে ঐশী রহমান এবং তার দুই বন্ধুর বিরুদ্ধে মামলার যুক্তি তর্ক শেষ হয়েছে। রায় ঘোষনা করা হবে আগামী ১২ নভেম্বর।
ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ আজ বুধবার দুপুরে রায়ের জন্য এ দিন ধর্য্য করেন।
এই মামলার অপর আসামি গৃহকর্মী খদিজা নাবালক হওয়াতে অন্য আদালতে বিচার চলছে।
উল্লেখ্য ২০১৩ সালের ১৬ আগষ্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে ঐশির পিতা মাতার লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ঐশি নিজে এসে থানায় আত্নসমর্পণ করেন।
পোস্টটি যতজন পড়েছেন : 96