ক্রিকেটকে ভালবাসি শুধু এই স্লোগানে পাগল আছেন অনেকে। কিন্তু এই ব্যপারটা একটু অন্যরকম।ভারতের বাইশ গজের এই ভক্তের নাম আমির হোসেন লোন৷ ১৯৯৭ সালের ঘটনা৷ একটা দুর্ঘটনায় দু’টো হাতই হারায় ছোট্ট আমির৷ তখন তার বয়স মাত্র আট৷ হাত হারিয়েও নিজের ইচ্ছাশক্তিকে মরে যেতে দেননি এই কাশ্মীরি যুবক৷ পছন্দের খেলা ক্রিকেটের তপস্যা করে চলেছিলেন বছরের পর বছর৷ ২৬ বছরের আমির এখন জম্মু ও কাশ্মীরের রাজ্য প্যারা-দলের অধিনায়ক৷ মাথা ও কাঁধের সংযোগস্থলে ব্যাট রেখে দিব্যি চার-ছয় হাঁকেন তিনি৷ শুধু ব্যাটই নয়৷ বোলিংয়েও তিনি সমান পারদর্শী৷ ডান পা দিয়ে বল করে উইকেটও তুলে নিয়েছেন অনেকবার৷

আমিরের বাবার ক্রিকেট ব্যাট প্রস্তুতির কারখানা ছিল৷ সেখানেই ঘটেছিল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা৷ ছেলের চিকিৎসার জন্য নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন বাবা৷ তবে হাত দু’টো আর রক্ষা করা যায়নি৷ কিন্তু তাতে আমিরের কোনও আক্ষেপ নেই৷ তিনি নিজের রোজকার কাজ নিজেই করেন৷ কাশ্মীরের জনপ্রিয় ক্রিকেটার আমির বলছেন, “আমি কখনই আশা ছাড়িনি৷ হারটা মেনে নিইনি৷ নিজেকে বলেছি, এগিয়ে যেতে হবে৷ সেটাই আমার লক্ষ্য ছিল৷” দুনিয়ায় কিছুই অসম্ভব নয়, তা আমিরকে দেখে বলা যেতেই পারে৷