গত কয়েকদিনে আবিষ্কার হয়ে গিয়েছে পৃথিবী সদৃশ গ্রহের। পূর্ণ হয়েছে চাঁদের মাটিতে নামার ৪৮ বছর। হপকিন্সের দেখানো পথে অন্য গ্রহে জীবন খুঁজতে অভিযান করার কথা ভাবছে নাসা। ওই একই পথে এবার হাঁটতে চলেছে ইউরোপীয় স্পেস এজেন্সি। এয়ার বাসের হাত ধরে এবার বৃহস্পতিতে অভিযান করছে তারা।
সূত্রের খবর, বৃহস্পতির পৃষ্ঠদেশ থেকে সদ্য পাওয়া আবহাওয়া সংক্রান্ত তথ্যের উপর ভিত্তি করেই এই নতুন অভিযান শুরু করছে ইউরোপীয় স্পেস এজেন্সি। জানা গিয়েছে ২০২২ সালের মধ্যে এই অভিযান শুরু করার কথা ভাবছে সংস্থা।