[english_date]

এ্যাসাঞ্জের আবেদন মঞ্জুর করেননি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ

সাড়াজাগানো ওয়েবসাইট উকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জকে শরণার্থী হিসেবে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে শুক্রবার এ্যাসাঞ্জের আবেদন নাকচ করে বিবৃতি দেওয়া হয়েছে। খবর এএফপির।

এর আগে শুক্রবার ফ্রান্সের লে মন্দে পত্রিকায় ফরাসী সরকারের কাছে আশ্রয় চেয়ে এ্যাসাঞ্জের করা আবেদন প্রকাশ করা হয়। সেখানে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া মৃত্যুর হুমকির কথা উল্লেখ করেন ৪৪ বছর বয়সী এ্যাসাঞ্জ। পত্রিকায় আবেদনটি প্রকাশের কয়েক ঘণ্টা পরই এ ব্যাপারে একটি বিবৃতি দেয় ফরাসী প্রেসিডেন্টের কার্যালয়। সেখানে বলা হয়েছে, এ্যাসাঞ্জের এই আবেদন মঞ্জুর করেননি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। বিবৃতিতে বলা হয়েছে, এ্যাসাঞ্জ আসন্ন ঝুঁকিতে নেই। এ ছাড়া সে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানাভুক্ত।

ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি ফাঁস করে বিশ্বব্যাপী আলোচিত হয় উইকিলিকস এবং এর প্রতিষ্ঠাতা এ্যাসাঞ্জ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের চক্ষুশূলেও পরিণত হন এ্যাসাঞ্জ। গত তিন বছর ধরে লন্ডস্থ ইকুয়েডরের দূতাবাসে অবস্থার করছেন তিনি। সুইডেনে তার বিরুদ্ধে নারীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা চলছে। যদিও এ্যাসাঞ্জ তা অস্বীকার করে আসছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ