অপেক্ষা শেষ। এসে গেল প্রেম রতন ধন পায়ো ছবির প্রথম পোস্টার। গোলাপি সিফন শাড়িতে শুয়ে রয়েছেন সোনম কপূর, সঙ্গ সলমন। রোম্যান্টিক পোস্টার যেন এক লহমায় দর্শকদের নিয়ে গেল ৯০-এর দশকে। হিন্দি ও উর্দু দুটি ভাষায় লঞ্চ হয়েছে পোস্টার। টুইটারে ছবির পোস্টার নিজেই পোস্ট করেছেন সলমন, নব্বই দশকের সলমন মানেই ছিল লাজুক প্রেমিক প্রেম। সেই প্রেমকেই আবার ফিরিয়ে আনলেন সুরজ বরজাতিয়া। এর আগে ছবির টিজার পোস্টার প্রেম ইজ ব্যাক বলে দিয়েছে সেই কথা।
ছবিতে রয়েছেন অনুপম খের, অরমান কোহলি, স্বারা ভাস্কর ও নীল নীতির মুকেশ। আগামী ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে প্রেম রতন ধন পায়ো।
পোস্টটি যতজন পড়েছেন : ৮৯