এসএ গেমস ক্রিকেটে শুরুটা দারুণ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আজ নেপালের পোখারায় শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
চারটি দল নিয়ে মেয়েদের ক্রিকেট ইভেন্টে একমাত্র শক্ত প্রতিপক্ষ শ্রীলংকা হারিয়ে দিয়েছে সালমা খাতুনের দল। টস হেরে আগে ব্যাট করতে নামা লঙ্কানরা ৬ উইকেটে ১২২ রান তুলেছিল। জবাবে বাংলাদেশ নারীরা ৯ বল হাতে রেখে জেতে যায়।
আগামীকাল বুধবার (৪ নভেম্বর) স্বাগতিক নেপালের বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল ৯.১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২২/৬ (থিমাশিনি ৫৬, মাদাভি ৩৩, সান্দিপনি ১২; নাহিদা ৪/৩২, জাহানারা ১/২২)
বাংলাদেশ: ১৮.৩ ওভারে ১২৬/৩ (সানজিদা ৫১*, আয়েশা ২৯, ফারজানা ২৩*; থিমাশিনি ১/১৩, সেওয়ান্দি ১/১৮)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: সানজিদা ইসলাম।