এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর অফিস সময়সূচির পরিবর্তন করেছেন। আগামীকাল দেশের বৃহত্তম পাবলিক পরীক্ষায় রাজধানী ঢাকার পরীক্ষার্থীরা যাতে সময়মতো পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে এবং তাদের যানজটের ঝামেলা পোহাতে না হয় সেজন্য নিজের অফিস যাত্রার সময়সূচি পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল দেশব্যাপী শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা।
প্রধানমন্ত্রী নিয়ম মাফিক সকাল ৯ টায় তার কার্যালয়ে প্রবেশ করলেও আগামীকাল সোমবার পরীক্ষার্থীদের কারণে সকালে সাড়ে দশটায় তার কার্যালয়ে প্রবেশ করবেন। এছাড়াও সচিবালয়ে প্রতি সোমবারের নির্ধারিত মন্ত্রিসভার বৈঠকটিও পরীক্ষার্থীদের সুবিধার্থে সচিবালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।
আশরাফুল আলম খোকন জানিয়েছেন,‘এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগামীকালের মন্ত্রিসভার বৈঠকের স্থান ও চলাচলের সময়সূচি পরিবর্তন করেছেন। আগামীকাল সকালে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ের পরিবর্তে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করার পর প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০ টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে বের হবেন। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।’