কিছুদিন আগে ভাইয়ের কারনে বোনও বেশ পরিচিত হয়ে গিয়েছিলেন । যদিও ঘটনাটা কিছুটা নেতিবাচক ছিল। ক্রিকেটার নাসির হোসেন ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কিছু মানুষের খারাপ দৃষ্টিভঙ্গির কারণে । নাসিরের আদরের সেই ছোট বোন এসএসসি পরীক্ষার পিঁড়িতে এবার বসেছিলেন ।
ফলও ঘোষণা হয়ে গিয়েছে কয়েকদিন আগে এবং ফল জেনে যারপরনাই আনন্দিত নাসিরসহ তার পরিবারের সদস্যরা। নাসিরের বোন রূপা এ প্লাস পেয়েসে । ফেসবুকের মাধ্যমেই সেই আনন্দ নাসির ভাগাভাগি করলেন তার ভক্তদের সঙ্গে। নাসিরের জন্য গত কিছুদিন কেটেছে বেশ খারাপভাবেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকলেও খেলতে পেরেছিলেন মাত্র একটি ম্যাচ। রহস্যজনক কারণে তাকে বসিয়ে রাখা হয়েছিল সাইডলাইনে। তবে ঢাকা প্রিমিয়ার লিগের মাধ্যমে রানে ফিরতে পেরেছেন বাংলাদেশ জাতীয় দলের এই অলরাউন্ডার। নিজের এই আনন্দঘণ সময়ে বোনের সাফল্যেও আপ্লুত নাসির।
সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল ফ্যান পেজে বোনের সাফল্যে আনন্দিত নাসির ১১ মে দেয়া পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্! আজ আমাদের পরিবার এর সবাই অনেক অনেক বেশি আনন্দিত, কারন আমাদের আদরের ছোট বোন, আমাদের সকল এর নয়নের মধ্যেমণি (রুপা) এর এস এস সি ফলাফল আজ বের হয়েছে। আর ও পরিক্ষায় GPA-5 (A+) পেয়েছে। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন।’
প্রিমিয়ার লিগে নাসির খেলছেন প্রাইম দোলেশ্বরের হয়ে। এখনও পর্যন্ত ছয় ম্যাচের মধ্যে চার ম্যাচে ব্যাট করে তিনি করেছেন ১৯৪ রান। উইকেট নিয়েছেন মোট ৫টি।