এশিয়া কাপের পরবর্তী আসর হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। টানা তৃতীয়বারের মত এর আয়োজক বাংলাদেশ। এশিয়া কাপের সর্বশেষ আসরে নিয়মিত চার দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেছিল আফগানিস্তান।
২০১৬ সালের এশিয়া কাপটিও হবে পাঁচ দলের। তবে টেস্ট খেলুড়ে চার দল অনুমিতভাবেই সরাসরি এশিয়া কাপে খেলবে। পঞ্চম দল বাছাই পর্ব টপকে মূল পর্বে খেলার সুযোগ পাবে।
পাঁচটি দল নিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। এর আগে নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হবে বাছাই পর্বের টুর্নামেন্ট। এতে অংশ নেবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। বাছাই পর্বের চ্যাম্পিয়ন দল খেলবে মূল পর্বে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সভায় পাকিস্তান বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে বাকিরা সম্মত হয়। চারটি দল সরাসরি অংশ নেবে। পঞ্চম দলটিকে নভেম্বরে বাছাই পর্ব খেলতে হবে। সেখানে চ্যাম্পিয়ন হয়ে তারা মূল পর্বে খেলবে।’
এর আগে ১৯৮৮, ২০০০, ২০১২ ও ২০১৪ সালের এশিয়া কাপ আয়োজন করেছিল বাংলাদেশ