টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি সংসদ সদস্য আমানুর রহমান খান রানার পৈতৃক বাড়িতে অভিযান চালিয়ে কিছু মালামাল ক্রোক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়ার নেতৃত্বে প্রায় দুই ঘণ্টা অভিযান চালানো হয়।
আজ শুক্রবার দুপুর ১২টা থেকে অভিযান শুরু করে পুলিশ। সংসদ সদস্য আমানুর রহমানসহ খুনের মামলার সব আসামির অস্থাবর সম্পত্তি জব্দে আদালতের নির্দেশ তামিল অভিযানে নেতৃত্ব দেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুঁইয়া।
গত ১৬ মে (সোমবার) টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদ হত্যা মামলার চার্জশিট গ্রহণ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম কিবরিয়া সংসদ সদস্য আমানুর রহমান এবং তার তিন ভাইসহ সব আসামির মালামাল জব্দের নির্দেশ দেন। একেই আদেশে সংসদ সদস্যের তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র শহিদুর রহমান খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা ও পরিবহন ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল শহরের কলেজপাড়ায় নিজ বাসভবনের সামনে থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। স্বামী খুনে বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন ফারুক আহম্মদের স্ত্রী নাহার আহম্মেদ ।