[english_date]

এবার হ্যাকারদের হামলার শিকার বাণিজ্যিক ব্যাংক

বাংলাদেশের রিজার্ভ চুরির মতো একইভাবে এবার একটি বাণিজ্যক ব্যাংক হ্যাকারদের ম্যালওয়্যার হামলার শিকার হয়েছে।  ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন- সুইফট এই তথ্য জানায়। বিশ্বজুড়ে ১১ হাজার ব্যাংককে যুক্ত করা সুইফটের মুখপাত্র নাতাশা টেরানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

সাইবার হামলার শিকার এবারের ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক বলে জানালেও তার কোনো নাম জানাননি নাতাশা। রয়টার্স জানিয়েছে, ওই ব্যাংক থেকে কোনো টাকা খোয়া গেছে কি না, তার পরিমাণ কতো- এসব প্রশ্নেরও স্পষ্ট কোনো উত্তর জানা যায় নি।

গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে সরিয়ে নেয়া হয়।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ