আর্থনিউজ২৪: জাগৃতি প্রকাশনীর মালিককে কুপিয়ে হত্যা, শুদ্ধস্বরের মালিক এবং তিন লেখককে কুপিয়ে জখম করার পর এবার হত্যার হুমকি পেলেন সময় প্রকাশন এর প্রকাশক ফরিদ আহমেদ।
আজ রবিবার সকাল ১০টার দিকে তার মোবাইল ফোনে ক্ষুদেবার্তা দিয়ে এ হুমকি দেওয়া হয়।
ফরিদ আহমেদ বলেন, সকাল ১০টার দিকে ০১৭২১৪২৫০০৮ নম্বর থেকে একটি এসএমএস আসে। সেখানে লেখা থাকে “নাস্তিকদের অনেক বই ছেপেছো তুমি, তোমার অনেক পাপ। মৃত্যুর জন্য প্রস্তুত হও।” নিচে লেখা রয়েছে, আল আহরার, ইউকে।
শনিবার বিকালে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।এর আগে শনিবার দুপুরে আরেক প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের লালমাটিয়ার কার্যালয়ে ঢুকে স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।