গতকাল কারাতের একক কাতায় ব্রোঞ্জ জিতেছিলেন হোমায়রা আক্তার। আজ সে আরও একটি ইভেন্টে সোনা জিতে দেখালেন। এতে এ পযর্ন্ত বাংলাদেশের ঝুড়িতে সোনা জমা পড়ল চারটি।
মেয়েদের কুমি ইভেন্টে হোমায়রা সেমিফাইনালে পাকিস্তানের গুল নাজকে ৪-০ পয়েন্টে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌছে যায়। এরপর ফাইনালে নেপালের প্রতিদ্বন্দ্বী আনু গুরং কে ৫-২ পয়েন্টে হারিয়ে হোমায়রা বেশ সহজেই জিতে বাংলাদেশকে এসএ গেইমে-২০১৯ এ ৪র্থ তম সোনা এনে দেন ।