৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এবার সেলফিতে নিষেধাজ্ঞা

সেলফি নিয়ে অ্যাপলের কী কোনো দুশ্চিন্তা আছে? অ্যাপলের পণ্য ঘোষণার বড় মঞ্চ হিসেবে পরিচিত ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সের অতিথিদের সেলফি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিষ্ঠানটি। যাঁরা অ্যাপলের এই অনুষ্ঠানে আসবেন তাঁরা সঙ্গে কোনো সেলফি স্টিক আনতে পারবেন না বলে আগেই শর্ত জুড়ে দিয়েছে অ্যাপল।
এ বছরের ৮ জুন থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর মস্কোন ওয়েস্ট সেন্টারে শুরু হচ্ছে পাঁচ দিনের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স ২০১৫। এই সম্মেলনে অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ আইওএস ৯ এর ঘোষণা দেওয়া হতে পারে।
সম্মেলনে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, বিপণন বিভাগের প্রধান ফিল শিলার ও সফটওয়্যার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফ্রেডেরিগ প্রেজেন্টেশন দেবেন।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ