[english_date]

এবার ভারতীয় বিজ্ঞাপনে টাইগার পেসার মুস্তাফিজুর।

সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতের ব্যাটিং লাইনআপ লণ্ডভণ্ডের মূল র্মিকা রেখেছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। মূলত তার বিস্ময় বোলিংয়েই কুপোকাত হয় টিম ইন্ডিয়া। তাই তরুণ এ বোলারকে নিয়ে আলোচনা হচ্ছে দেশ ও দেশের বাইরে।
এ থেকে বাদ যায়নি ভারতও। ‘বিস্ময় বালক’, ‘রহস্য মানব’ ইত্যাদি বিশেষণে ভারতীয় গণমাধ্যম মুস্তাফিজকে বর্ণনা করছে। আর এবার অবশ্য ভারতে ভিন্ন ভূমিকায় আবির্ভূত হয়েছেন তিনি।
ভারতীয় বিজ্ঞাপনে কার্টুনের মাধ্যমে প্রশংশিত হচ্ছেন। ভারতীয় দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আমুল ১৯ বছর বয়সী মুস্তাফিজকে নিয়ে একটি বিজ্ঞাপন বানিয়েছে।
কার্টুনের মত করে নির্মিত এই বিজ্ঞাপনটি কোম্পানিটির ফেসবুক পেজে এরই মধ্যে প্রকাশিত হয়েছে।
সেখানে মুস্তাফিজকে অভিনন্দন জানিয়ে লেখা হয়েছে, ‘মুস্তাফিজ, মাস্ত হুজুর’ যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘মুস্তাফিজ, তুমি অনন্য!’ কোম্পানিটি তাদের ফেসবুকে আরও লিখেছে,‘বাংলাদেশি এই বোলার রীতিমত ঝড় তুলেছেন!’
গত ১৮ জুন ভারতের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে অভিষেক হয় মুস্তাফিজের। অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে রেকর্ড বুকে নাম লেখান তিনি।
এরপর ২১ জুন দ্বিতীয় ওয়ানডেতে ছয় উইকেট লাভ করে অংশ নেন ইতিহাসের পাতায়। এরপর থেকে সারা ক্রিকেট বিশ্বে মুস্তাফিজকে নিয়ে ওঠে আলোচনার ঝড়।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ