৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার বিছানা-বালিশ কেলেঙ্কারি

টুজি থেকে কয়লা কেলেঙ্কারি৷ সাম্প্রতিক অতীতে প্রকাশ্যে এসেছে এরকম একাধিক কেলেঙ্কারি৷ কিন্তু, এবার বিছানা ও বালিশকেও ছাড়ল না কর্ণাটকের সমাজ কল্যাণ বিভাগের আধিকারিকরা৷ এই দফতর চালিত হোস্টেলের জন্য কেনা বিছানা ও বালিশের যে বিল তারা দেখিয়েছে, তাতে ১৪ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে কর্ণাটক সরকার৷

২০১৪ সালের জুলাই মাসে হোস্টেলের জন্য ২১ হাজার ৯৭১টি বিছানা ও ১৮ হাজার ৭১৭টি বালিশ কিনতে রাজ্যের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়৷ ভ্যাট বাদ দিয়ে বিছানা এবং বালিশ কিনতে ৪.৯৩ কোটি টাকা খরচ হওয়ার কথা ছিল বলে জানা গিয়েছে ৷ কিন্তু, ৯.১২ কোটি টাকা বাড়িয়ে বিলে ১৪ কোটি টাকা দেখানো হয় বলে সূত্রের খবর৷ সমাজ কল্যাণ বিভাগের তিন জন আধিকারিক ওই টাকা আত্মসাৎ করেছেন বলেছে অভিযোগ৷ দায়িত্বে থাকা আধিকারিকদের মত না নিয়েই এই বিল দেখানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে৷ এরপরই, এই কেলেঙ্কারিতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন সমাজ কল্যাণ উন্নয়নমন্ত্রী৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ