১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার বাংলাদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুইডেন

এবার বাংলাদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুইডেন সরকার বললেন সুইডেন রাষ্ট্রদূত এইচ ই জোহান ফ্রিশেল। তিনি বলেন শুধু বিদেশি নাগরিক নিয়ে নয়, সম্প্রতি বাংলাদেশে ব্লগারসহ মুক্তমনা চিন্তাবিদদের হত্যাকান্ডের ঘটনায়ও উদ্বিগ্ন তার দেশের সরকার।

মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের ‘কমিউনিটি বেজড্ ক্লাইমেট এ্যাটাপটেশন প্রজেক্ট’ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এসব হত্যাকান্ডে বাংলাদেশে সরকারে নেয়া পদক্ষেপ মোটামুটি সন্তোষজনক উল্লেখ করে এদেশে বসবাসরত সমস্ত বিদেশিদের নিরাপত্তার ব্যাপারে সরকারকে আরও আন্তরিক হবারও পরামর্শ দেন সুইডেন রাষ্ট্রদূত।

দু’বিদেশি নাগরিক হত্যাকান্ডের ব্যাপারে তিনি আরও বলেন, এটি বাংলাদেশের জন্য খুবই উদ্বেগজনক। কোন হত্যাকান্ডই সুইডেন সমর্থন করেনা। এ হত্যাকোন্ডের দ্রুত বিচার দেখতে চাই সুইডেন। এর আগে সুইডেন রাষ্ট্রদূত ওয়েভ ফাউন্ডেশরে প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

এরপর দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজার নামকস্থানে প্রজেক্ট পরিদর্শনে যান তিনি। পরে রাষ্ট্রদূত ভারত- বাংলাদেশের সীমান্তের দর্শনা চেকপোস্ট পরিদর্শন করেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন সুইডিশ মিস কিজ্জা, প্রোগাম অফিসার রেহানা আকখার, দামুড়হুদা ইউএনও ফরিদুর রহমান, চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ