অন্য ভাষায় করা ট্যুইট এবার আর আপনার নাগালের বাইরে নয়। বিদেশী ভাষার ট্যুইটকে খুব সহজে বোধগম্য করতে ট্যুইটার অনুবাদের ব্যবস্থা করল। শুক্রবার ট্যুইটারের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
ট্যুইটারের তরফে জানানো হয়েছে, এবার থেকে ব্যবহারকারীরা নিজের ভাষায় ট্যুইটকে অনুবাদ করে নিতে পারবেন। তবে কোন কোন ভাষায় অনুবাদ করা যাবে তা জানান হয়নি।
ট্যুইটার অ্যাপেও এই সুবিধা পাওয়া যাবে। ট্যুইটার দীর্ঘদিন ধরে তাদের এই অনুবাদের সুবিধার জন্য কাজ করছিল।
২০১৪ সালের বিশ্বকাপের সময় ট্যুইটার তাদের এই অনুবাদের ওপর কাজ করার কথা ঘোষণা করে।
পোস্টটি যতজন পড়েছেন : ১৭৯