আর্থনিউজ২৪ ঢাকা: এবার রাজধানীর উত্তরায় তাইওয়ানের দুই নাগরিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত দুই তাইওয়ানি নাগরিককে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় জাহাঙ্গীর নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরে ওই দুই তাইওয়ানি নাগরিকের একটি পোশাক কারখানা রয়েছে। কী কারণে তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে লেনদেন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তাদের ওপর হামলা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পোস্টটি যতজন পড়েছেন : ৭১