আইফোন ৬ এস প্লাসকে বাঁকালেও যে তাতে কোনও প্রভাব পড়ে না, তা আগেই স্পষ্ট হয়েছে। এবার জলে ডুবিয়ে পরীক্ষা করা হল। ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে জলে ডুবিয়ে রাখা সত্ত্বেও ফোন একেবারে আস্ত আছে। একইভাবে চলছে। এক ঘণ্টা পরও কোনও প্রভাব পড়ছে না।
জাচ স্টারলে আমে এক ব্যক্তি এই ভিডিও আপলোড করেছেন ইউটিউবে। আট মিনিটের ওই ভিডিওতে পরীক্ষাটি দেখানো হয়েছে। আইফোন ৬ এস ও আইফোন ৬ এস প্লাস দুটি ফোন নিয়ে ওই পরীক্ষা চালানো হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি দুটি বাটিতে জল নিয়েছেন পরীক্ষা করার জন্য। দুটি বাটিতে ডুবিয়ে দিচ্ছেন দুটি ফোন। ৩০ মিনিট ও ৪৫ মিনিট পর ফোন দুটি তুলে পরীক্ষা করা হয়। দু’বারই দেখা যায় ফোন দুটি ঠিকমত কাজ করবে।
অপর একটি ভিডিওতে ওই ব্যক্তি আপলোড করে দেখিয়েছেন, ৪৮ ঘণ্টা ডুবে থাকার পর আইফোন দুটির কি অবস্থা। সেখানে দেখা যায় আইফোন ৬ এস -এর স্ক্রিনে একটা সরু দাগ। যদিও ফোন কাজ করছে একইভাবে।
কখনও অ্যাপল তাদের প্রচারে বলেনি যে আইফোন ওয়াটারপ্রুফ। কিন্তু, ফোন দুটির এই চেহারা দেখে এটা স্পষ্ট যে জলে রেখে দিলেই একইরকম থাকে আইফোন।