[english_date]

এবারের নতুন স্পাইডারম্যান টম হল্যান্ড

নীল জামা, প্যান্ট আর লালা মুখোশে আঁকা কালো মাকড়শার জাল সবই আছে আগের মতো। শুধু বদলে গেল মুখোশের ভেতরের মুখ। টোবি ম্যাগওয়ারের পর এবার আউট  অ্যান্ড্রু গারফিল্ডও। এবারের নতুন স্পাইডারম্যান টম হল্যান্ড।

সোনি পিকচার্স আর মার্ভেল স্পাইডির সিলভার পর্দায় আবার নিয়ে আসতে চলেছেন স্পাইডারম্যান সিরিজ। তবে স্পাইডারম্যানের স্কুলবয় ইমেজটাকে ফিরিয়ে আনতে চান তাঁরা। সেক্ষেত্রে অ্যান্ড্রু গারফিল্ড বয়সের সঙ্গে চরিত্রের খাপ খাবেন না। তাই সন্ধান চলছিল নতুন মুখের। সেখানেই টম হল্যান্ডকে সিলেক্ট করা হয়।

খবর অনুযায়ী, ছবিটি পরিচালনা করবেন জন ওয়াটস। তবে স্পাইডারম্যান খুঁজে পাওয়া গেলেও এখনও ঠিক হয়নি সিনেমার নাম। তবে খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই ছবির শুটিং। যা বিশ্বের পর্দা জুড়ে  মুক্তিপাবে জুলাই ২০১৭-এ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ