[english_date]

‘এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ’

শ্রোতামহলে একটু বেশিই আলোড়ন তুলেছে ‘জ্বীন ৩’ ছবির ‘কন্যা’ গানটি। ঈদুল ফিতরে মুক্তি পায় ‘জ্বীন ৩’ ছবি। ‘কন্যা’ গানটি প্রকাশের পর থেকেই গানটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের চর্চা চোখে পড়ার মতো। এবার গানটি প্রবেশ করল কোটির ক্লাবে। এ নিয়ে দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নুসরাত ফারিয়া।

এক ফেসবুক পোস্টে নায়িকা লেখেন, ‘কোটির ঘরে কন্যা। এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।’

গত ১৭ মার্চ জাজ মাল্টিমিডিয়ার চ্যানেলে প্রকাশ হয় কন্যা। আজ বৃহস্পতিবার পর্যন্ত গানটির ভিউ ছাড়িয়ে যায় এক কোটি ৫ লাখের ওপরে।

‘কন্যা’ গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত ইমরানের। গানের দৃশ্যে নুসরাত ফারিয়ার সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা আব্দুন নূর সজল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ