দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে প্রাদেশিক শাসনকর্তার দফতরের বাইরে বিস্ফোরণ৷ ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের৷ জখম কমপক্ষে ১১৷ জখমদের অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ বিস্ফোরণের সময় দফতরের ভিতরেই ছিলেন গভর্নর৷ তবে তিনি অক্ষত আছেন৷
বিস্ফোরণের পরই এদিন ইয়েমেনের উত্তরাঞ্চলের হাউতি ঘাঁটি লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়৷ হাউতি নিয়ন্ত্রিত পাঁচটি প্রদেশের উপর আক্রমণ হানে সৌদি আরব পরিচালনাধীন রাষ্ট্রজোটের বিমানবাহিনী৷এডেন ইয়েমেনের বৃহত্তম শহর৷ মাসখানেক আগে ইরানের মদতপুষ্ট হাউতি বিদ্রোহীদের হাত থেকে এই শহর ছিনিয়ে নিয়েছে সেদেশের নির্বাসিত সরকারের অনুগত বাহিনী৷আবেদরাব্বো মনসুর হাদির এই নির্বাসিত সরকারের পিছনে রয়েছে সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ ধনকুবের শেখশাহি৷
পোস্টটি যতজন পড়েছেন : ১৯৪