[english_date]

এডিটর সালমান

করনের ‘জলবায়’ আগেই মুগ্ধ  সিনেপ্রমীরা। তাঁর সুরে দোলা লাগে মনে। আট  থেকে আটষট্টি গেয়ে ওঠে ‘তু হে মেরা হিরো’। তাঁর তুলির টানে চোখ জোরায় শিল্পী মননে, অন্ন ওঠে অনাথের মুখে। যতদিন যাচ্ছে, সামনে আসছে তাঁর নতুন রূপ। অভিনয়, ছবি আঁকা, গান গাওয়ার পর এবার এডিটর সলমন খান। পরিচালক নিখিল আডবাণীর পরবর্তী ছবি ‘হিরো’র ফাইনাল ভিডিও এডিটিং করলেন দাবাং খান।
ছবিটি দেখতে বসে বেশ কিছু জায়গা মনঃপুত হয়নি নায়কের। তাই পরিচালক নিখিল আডবাণীর কাটের ওপর দিয়ে কাঁচিও চালালেন সাল্লু। ঊনত্রিশ মিনিটের ফুটেজ বাদ দিলেন চোখের পলকে। তবে নির্দেশকের কাটের উপর দাদাগিরি ফলাবার জন্য কোনও অভিমান নেই পরিচালকের। বরং তিনি জানিয়েছেন, ‘‘সলমনের ইনপুটে গোটা টিম উপকৃত। সাল্লু খুব ভাল জানে, কোন সিন রাখতে হবে আর কোনটা ফেলতে হবে।’’

সলমন প্রযোজিত এই ছবিতে বলিউডে পা রাখছেন আথিয়া শেঠি ও সূরজ পাঞ্চোলি। ১১ সেপ্টেম্বর পর্দাজুড়ে মুক্তি পেতে চলেছে ‘হিরো’। ফাইনাল এডিটের পাশাপাশি এই ছবিতে গানও গেয়েছেন সলমন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ