২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এখন মোবাইল ফোন চার্জ হবে হাঁটলেই

হাঁটলেই চার্জ হয়ে যাবে মোবাইল ফোন। আপনার কাছে বিষয়টি হতে পারে অবিশ্বাস্য। কিন্তু, বাস্তবে নাকি এটাও সম্ভব। এমনটাই দাবি করেছেন মার্কিন বৈজ্ঞানিকরা।

উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা জানিয়েছেন, হাঁটার জন্য প্রয়োজন হয় এনার্জির। আর হাঁটলে তাপ উৎপাদনের মাধ্যমে ব্যয় হয়ে যায় সেই এনার্জি। এই হাঁটার এনার্জিকে সঞ্চয় করে তা কাজে লাগানো হবে মোবাইল চার্জিংয়ে। এক্ষেত্রে মেকানিক্যাল এনার্জি কাজে লাগিয়ে তৈরি করা হবে ইলেকট্রিক্যাল এনার্জি। যা থেকে চার্জ করা যাবে স্মার্টফোন।

পরিসংখ্যান বলছে, আধুনিক পদ্ধতিতে হাঁটার সময় পায়ের একটি জুতো থেকেই ১০ ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। অর্থাৎ একজন হাঁটতে হাঁটতেই জুতোর মধ্যে উৎপাদন করে ফেলবেন প্রায় ২০ ওয়াট বিদ্যুৎ। একটি মোবাইল চার্জের জন্য তা যথেষ্ট। কারণ, মোবাইল চার্জ দিতে ২ ওয়াটেরও কম বিদ্যুৎ প্রয়োজন হয়। তাই শুধু মোবাইল নয় চার্জ দেওয়া যাবে ট্যাব এবং ল্যাপটপও। আর সেনা কর্মীদের মতো যাঁরা মোবাইল নিয়ে দুর্গম পথে সফর করেন। আশপাশে কোথাও মোবাইল চার্জ দেওয়ার উপায় থাকে না তাঁদের এটি বেশি কাজে আসবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ