৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এক লাখ পঞ্চাশ হাজার ইয়াবাসহ আটক।

নাফ নদী থেকে এক লাখ পঞ্চাশ হাজার ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি।

 

মঙ্গলবার সকালে ১নং সুয়েজ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি মিয়ানমারের নাগরিক রহমত উল্লাহ (২২)। বিষয়টি নিশ্চিত করেছেন ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু জাফর।

 

তিনি বলেন, গোপন সংবাদে জানতে পেরে ঘটনাস্থল যায় বিজিবি’র সদস্যরা। এ সময় নাফ নদীতে একটি নৌকায় করে আসছিলেন রহমত। পরে বিজিবির অবস্থান টের পেয়ে পালানোর চেষ্টার সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। তাকে তল্লাশি করে দেড় লাখ ইয়াবাসহ আটক করা হয়।

 

উদ্ধার হওয়া ইয়াবার আনুমিক মূল্য চার কোটি টাকা বলে জানিয়েছে মেজর আবু জাফর।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ