আফগানিস্তান থেকে ইউরোপে অভিবাসীদের প্রবাহ দিন দিন বাড়ছে বলে মনে হচ্ছে। এ প্রেক্ষাপটে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৯ হাজারের বেশি আফগান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে আশ্রয়ের জন্য আবেদন করেন। ইউরোপিয়ান সেনসাস ব্যুরোর (ইসিবি) এক রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানায় এনডিটিভি।
সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আফগান অভিবাসীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে। এর আগে এক মাসে এত বেশি আশ্রয়ের আবেদন জমা পড়েনি।
প্রতিবেদনে বলা হয়, ইসিবি বৃহস্পতিবার (২৫ মে) অভিবাসন সম্পর্কিত তাদের মাসিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭৬ হাজার ৫০০ অভিবাসী ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আশ্রয় চেয়েছিল। গত বছর ফেব্রুয়ারিতে এ সংখ্যা ছিল ৫৪ হাজার ৩৭০ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, সবচেয়ে বেশি সংখ্যক আশ্রয়প্রার্থী আফগানিস্তান ও সিরিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আশ্রয়ের জন্য আবেদন করেছেন। এছাড়া স্পেন, জার্মানি, ফ্রান্স ও ইতালিতে আশ্রয় চেয়েছেন ৭৭ শতাংশ আবেদনকারী।
সবচেয়ে বেশি সংখ্যক আশ্রয়প্রার্থী আফগানিস্তান ও সিরিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আশ্রয়ের জন্য আবেদন করেছেন।
গত ফেব্রুয়ারিতে শুধু জার্মানিই ২৫ হাজারের বেশি অভিবাসীকে আশ্রয় দিয়েছে। সিরিয়া এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধে জর্জরিত। এ কারণে দেশটি থেকে অনেক উচ্চাকাঙ্ক্ষী অভিবাসী পশ্চিমা দেশগুলোতে পাড়ি জমান।
মার্কিন সেনাদের মাধ্যমে তালেবানদের ক্ষমতাচ্যুত করার বিশ বছর পর ২০২১ সালে তারা ক্ষমতায় ফেরত আসে। তাদের ক্ষমতায় ফেরার কারণে অনেকেই আফগানিস্তান ছেড়ে চলে গেছেন। তাদের বেশিরভাগের গন্তব্য ইউরোপীয় দেশ।