ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন গুগল এক্সিকিউটিভ নিকেশ আরোরার প্রতি মাসে ১২০ কোটি টাকা বেতন পান। দৈনিক হিসেবে ৪ কোটি টাকা।
জাপানের টেলিকমিউনিকেশন জায়েন্ট সফ্ট ব্যাঙ্ক কর্প এই ‘রাইজিং স্টার’কে ১৩৫ মিলিয়ন ডলার বেতনে নিয়োগ করেছিল গত সেপ্টেম্বর থেকে এবছরের মার্চ মাস পর্যন্ত। ভারতীয় মুদ্রায় তাঁকে দেওয়া হয়েছিল ৮৫০.৫০ কোটি টাকা।
৪৭ বছরের নিকেশ আরোরাকে কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও হিসেবে নিয়োগ করা হয়। এর আগে আরোরা গুগলের চিফ বিজনেস অফিসার ছিলেন। ২০০৪ সালে তিনি গুগলে যোগ দেন। টেলিকম ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে ২০১২ সাল পর্যন্ত তিনিই ছিলেন গুগলের সর্ব্বোচ্চ বেতন প্রাপক। তাঁর বেতন ছিল ৪৬.৭ মিলিয়ন মার্কিন ডলার।
পোস্টটি যতজন পড়েছেন : 258