২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এক্সপ্রেসওয়েতে নিহত ৬: দুর্ঘটনার কারণ জানালো সেই বাসচালক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১০। শনিবার র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এক বার্তায় জানানো হয়েছে।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসচালক মোহাম্মদ নুরুদ্দিন জানিয়েছেন, তিনি বিভিন্ন নেশাদ্রব্য মাদকসেবন করেন। তবে, দুর্ঘটনার আগে (গতকাল) তিনি কোনো নেশাদ্রব্য মাদকসেবন করেননি। বাসের ব্রেকফেল করে ফেলেছেন নুরুদ্দিন। তাই বারবার ব্রেক ধরার পরও বাস থামেনি। এছাড়া তিনি নিজেই বাস চালাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।
এর আগে, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে বেপরোয়া গতিতে এসে পেছন থেকে ধাক্কা দেয় বেপারী পরিবহনের একটি বাস। এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন একজন। বাকিদের ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ