ইচ্ছে ছিল ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবেন। ছেলের বিয়ে বলে কথা, তাই ছেলের ইচ্ছেপূরণ করেছিল পরিবার। কিন্তু এই রাজকীয় ইচ্ছে কী আর দলিতদের মানায়? দলিত ছেলের এমন ইচ্ছা মানতে পারেনি সমাজের উচ্চ সম্প্রদায়ের মানুষরা। তাই দলিত বরকে ঘোড়ায় চড়ের বিয়ে করতে যেতে দেখে হিংসায় ঢিল ছুঁড়তে শুরু করেন সমাজে ধ্বজাধারীরা। তাহলে উপায়? শেষমেশ ঘোড়া থেকে না নেমে আত্মরক্ষার্থে পাগড়ির বদলে “হেলমেট” পড়ে বিয়ে করতে গেলেন দলিত বর।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে রতলমে তাল থানার অধীনস্থ নেগরুন গ্রামে।যুবকের নাম পবন মালবিয়া।
রবিবার রাতে বিয়ে ছিল পবনের। কিন্তু ঘোড়ায় চড়ে পবন বাড়ির বাইরে বার হতে শুরু হয় ইট বৃষ্টি। বরকে বাঁচাতে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে অানে এবং পবনকে হেলমেট পরিয়ে বিয়ে আসরে নিরাপদে পৌঁছে দেয়।
মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, দলিত বর কখনই ঘোড়ায় চেপে বিয়ে করতে যায় না। কিন্তু এক্ষেত্রে তা মানেনি পবনের পরিবার।তাই গ্রামের উচ্চ শ্রেনির লোকেরা এই বিষয়টিকে মেনে নিতে পারেনি। বরযাত্রী আনন্দ “ভন্ডুল” করতে তারা ইট বৃষ্টি শুরু করে। এই বিষয়ে ৭০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।