Sat, January 28, 2023
রেজি নং- আবেদিত

কবরের পাশে উটের অনশন

এতদিন প্রভুভক্ত কুকুরের ত্যাগের কথা শোনা গেলেও এবার নিরীহ প্রাণী উটও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সাত দিন আগে প্রিয় মনিব মারা গেছেন। আলী আল নানা নামেরও ওই লোককে কবরও দেয়া হয়েছে। কিন্তু উটটি কবরটি ছেড়ে যাচ্ছে না। চেষ্টা করেও প্রভুভক্ত উটটিকে কবর থেকে সরানো হলেও সে আবার ফিরে যায়।
ইয়েমেনের একটি গ্রামে এই ঘটনায় সবাই আশ্চর্য হয়ে গেছে। সূত্র : গালফ নিউজ।
গ্রামটির অবস্থান ইব প্রদেশে, নাম সিদা।
গ্রামবাসী জানায়, উটটি গোরস্থানে লাশ নিয়ে যাওয়ার সময়ও সাথে ছিল।
গালফ নিউজকে গ্রামের বাসিন্দা আল ওয়াজিহ আলী বলেন, আল নানার ছেলে চুরি হওয়ার ভয়ে উটটি বাড়ি নিয়ে এসেছিলেন। কিন্তু পরক্ষণেই সেটি আবার কবরে চলে যায়।
আলী জানান, উটটিকে প্রায়ই কবরটি শুকতে দেখা গেছে। এই ঘটনা দেখে অনেকেই সেখানে ভিড় জমাচ্ছে। উটটি কিছু খাচ্ছে না, পানিও পান করছে না।
আলী জানান, উপসাগরীয় এলাকার বেশ কয়েকজন ধনী ব্যক্তি প্রভুভক্ত উটটি কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।

ওয়েবডেস্ক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এই সম্পর্কীত আরো সংবাদ পড়ুন

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রশাসনিক উচ্চপদে নারীদের নিয়োগের সিদ্ধান্ত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে প্রশাসনিক উচ্চপদে নারীদের নিয়োগের

বিস্তারিত »