[english_date]

একাদশ শ্রেনীতে ভর্তির তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১ জুলাই

একাদশ শ্রেনীর জন্য মনোনীত শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তার তালিকা প্রকাশ করেছে শিক্ষামন্ত্রণালয়। বৃহস্পতিবার মাঝরাতে শিক্ষামন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। একাদশ শ্রেনীতে ভর্তির শেষ সময় ৩০ জুন।

কলেজে ভর্তির নতুন পদ্ধতি চালু করায় আগের মতো আর ভর্তি যুদ্ধে নামতে হয়নি শিক্ষার্থীদের। ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী একাদশ শ্রেনীতে ভার্তির জন্য আবেদন করেন।

একজন শিক্ষার্থী ৫ টি কলেজে পছন্দক্রম দিয়ে ভর্তির আবেদন করেন। এর মধ্যে প্রার্থীর যোগ্যতা অনুযায়ী একটি কলেজে ভর্তির জন্য মনোনীত হয়। বৃহস্পতিবার মাঝরাতেই শিক্ষার্থীরা সেই তালিকায় খুঁজে পায় তার কাঙ্খিত কলেজের ঠিকানা।

এ পদ্ধতিকে স্বাগত জানিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেছেন, এতে কলেজে ভর্তির নানা হয়রানি ও ভর্তি বাণিজ্য বন্ধ হবে।

শিক্ষামন্ত্রনালয়ের জারি করা ভর্তি নীতিমালা অনুযায়ী অনলাইনে একাদশ শ্রেনীতে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১ জুলাই।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ