একাত্তরের মনবতাবিরোধী মামলায় গ্রেফতার নেত্রকোণার আহম্মদ আলী (৭০) মারা গেছেন। বুধবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষ আহম্মদ আলীকে হাসপাতালে ভর্তি করে।
গত ১২ অগাস্ট নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুনাইকান্দা গ্রামের আইয়ুব আলীর ছেলে আহাম্মদ আলীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।
তার বিরুদ্ধে একাত্তরে অপহরণ, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ছিল।
পোস্টটি যতজন পড়েছেন : 115