কারও কাছে ব্রিলিয়ান্ট তো, কেউ আবার বলছেন এক্সট্রাঅর্ডিনারি। সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ সবার মন কেড়েছে সুজয়ের ‘অহল্যা’। রাধিকার অভিনয়ে, লাস্যে মত্ত এখন সিনেপ্রমীরা। আর দর্শকদের মধ্যে এই উত্তেজনা থাকতে থাকতেই, তাঁর আগামী ছবির নাম ট্যুইটারে ঘোষণা করলেন নায়িকা। রাধিকা জানালেন, “ লীনা যাদব পরিচালিত আমার পরবর্তী সিনেমার নাম ‘পার্চড’। যার প্রিমিয়ার হবে ২০১৫-এর টরেন্টো আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবে।
গুজরাটে গ্রাম্য-প্রেক্ষাপট নিয়ে তৈরি গল্প ‘পার্চড’। যেখানে রানি, লাজো, বিজলি ও জোনাকি নামে চার মহিলার কাহিনি তুলে ধরা হয়েছে। আর প্রতিটি চরিত্রে অভিনয়ে রয়েছে রাধিকা।
তার আগেই ২১ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘মানঝি দ্য মাউটেন্টম্যান’ এক প্রেমের কাহিনি। ‘যব তাক তোরেগা নেহি তব তাক ছোড়েগা নেহি’ হ্যাঁ এই প্রেমের এতটাই জোর যে পাহাড় ভেঙে সমতল করার ক্ষমতা রাখে। এই ছবিতে রাধিকার বিপরীতে রয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকি। নাওয়াজই সেই মাইন্টেন ম্যান যে পাহাড় ভেঙে আত্রি ও ওয়াজির গঞ্জের মধ্যে একটি রাস্তা তৈরি করে। কিন্তু কেন? তা জানতে এখনও দেরি করতে হবে ছবি মুক্তির দিন পর্যন্ত। তবে কোন রূপকথা কাহিনি নয়, সত্য ঘটনা অবলম্বে তৈরি এই ছবিটি।
‘পার্চড’-এর পাশাপাশি এবছর টরেন্টো চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে ইরফান ও টাবু অভিনীত ‘তলভার’।