৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

একসঙ্গে চা খেলেন বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো নারী

যুক্তরাজ্যের লন্ডনে দেখা করলেন উচ্চতার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে লম্বা এবং খাটো দুই নারী। আগামী বছর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বিশেষ এই দুই নারীর একসঙ্গে দেখা করার আয়োজন করল সংস্থাটি।
লন্ডনে একসঙ্গে বসে চা পান করেছেন বিশ্বের সব থেকে খাটো নারী জ্যোতি আমগে ও লম্বা নারী রুমেইসা গেলগি।
বিশ্বের সব থেকে খাটো নারী জ্যোতি আমগে। অন্যদিকে উচ্চতায় বিশ্বের সব থেকে লম্বা নারী রুমেইসা গেলগি। উচ্চতার কারণে দুজনেরই ঠাঁই হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) লন্ডনের সাভোয় হোটেলে বিস্ময়কর দুই নারীর সাক্ষাতের আয়োজন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। এ সময় মতবিনিময় করে উচ্ছ্বাস প্রকাশ করেন রুমেইসা ও জ্যোতি।

একসঙ্গে বসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বইয়ে নিজেদের ছবি দেখে রুমেইসা ও জোতি। কিছুক্ষণ পর একসঙ্গে চা পান করেন তারা।

বিশ্বের সবচেয়ে লম্বা নারী রুমেইসার উচ্চতা সাত ফুট দশমিক সাত ইঞ্চি। তুর্কির বাসিন্দা তিনি। অন্যদিকে, ভারতে বসবাসকারী বিশ্বের সবচেয়ে খাটো নারী জ্যোতির উচ্চতা দুই ফুট দশমিক সাত ইঞ্চি।

উচ্চতায় বিশাল পার্থক্য থাকায় দাঁড়িয়ে থেকে চোখের দিকে তাকিয়ে কথা বলতে কিছুটা সমস্যা হলেও দুজনের মধ্যে পছন্দের দিক থেকে অনেক মিল রয়েছে বলে জানান তারা। সবশেষ নিজেদের একসঙ্গে ক্যামেরাবন্দি করেন দুই নারী।

আমগে বলেন, আমার এবং জোতির মধ্যে অনেক মিল আছে। আমরা নিজের সৌন্দর্যচর্চা করতে, মেকাপ করতে পছন্দ করি।

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বের সবচেয়ে খাটো নারী হওয়ায় সবাই আমাকে পছন্দ করে। সবাই আমাকে ভালোবাসে। তারা আমার আশপাশে থাকতে এবং আমার সঙ্গে ছবি তুলতে পছন্দ করে। আমি গিনেস ওয়াল্ড রেকর্ডসের কাছ কৃতজ্ঞ যে তারা আমাকে পুরো বিশ্বের কাছে পরিচিত হওয়ার একটি সুযোগ করে দিয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস মানবজাতির ভিন্নতাকে উদযাপন করে। এই দুই নারীকে একত্রিত করার মাধ্যমে বিশ্বের কাছে তাদের জীবন নিয়ে ভাবনার কথা তুলে ধরেছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর কর্মকর্তা জানান রুমেইসা এবং জ্যোতির মতো বিশ্বের অদ্ভুত ও অবিশ্বাস্য ব্যক্তিদের অনুসন্ধান চালিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সংস্থাটি। এই বিশেষ ব্যক্তিত্বরা বিশ্বের অনেককেই অনুপ্রাণীত করে বলে মনে করেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ