[english_date]

একটি শিশুর জন্মের সময় তার মা ইন্তেকাল করলে তার আপন বড় বোন দুধ পান করাতে পারবে কিনা ?

প্রশ্ন : একটি শিশুর জন্মের সময় তার মা ইন্তেকাল করেন। এখন তাকে দুধ পান করানোর মতো কেউ নেই। শুধু বড় বোন তাকে দুধ পান করাতে পারে কিন্তু এটা তো  জায়েয কিনা? এখন তার জন্য কী করা যায়?

উত্তর : শিশু তার বোনের দুধ পান করতে পারে না,  তা প্রচলিত ভুলের অন্তর্ভুক্ত। সঠিক বিষয় এই যে, দুধ পানের মেয়াদের ভিতরে শিশুকে যে কোনো মহিলার দুধ পান করানো যায়, তিনি শিশুর মাহরাম হোন অথবা গায়র মাহরাম। তবে এটা ভিন্ন প্রসঙ্গ যে, শিশুর দুধ-মা হিসেবে দ্বীনদার মহিলা নির্বাচন করা আবশ্যক, ফাসিক-ফাজির নারীর দুধ পান না করানো উচিত। কেননা, শিশুর স্বভাব-চরিত্র তৈরির পিছনে দুধেরও ভূমিকা থাকে। সূত্র : মাসিক আল কাউসার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ