[english_date]

একই ছবিতে তিন খান!

৩ খান। তাও আবার এক ছবিতে? অসম্ভব। কেউ এ কথা বিশ্বাস করবে না। আজ পর্যন্ত কত প্রযোজক, কত পরিচালকই না চেষ্টা করেছেন। কেউ পারেননি। একজন রাজি হন, তো অন্যজন ঘাড় নাড়েন। ৩ জনকে একসঙ্গে রাজি করাতে ফিল্মি দুনিয়ার তাবড় তাবড় মানুষজন ডাহা ফেল। এবার আরও একজন সেই অসম্ভবকে সম্ভব করার কাজে হাত দিলেন।

 
তিনি সাজিদ নাদিয়াদওয়ালা। শোনা যাচ্ছে তাঁর পরের ছবির জন্য নাকি ৩ খানকে নেওয়ার কথা ভাবছেন তিনি। ছবিটি পরিচালনাও অবশ্য তিনিই করবেন। মহমোহন দেশাইয়ের “অমর আকবর অ্যান্টনি”-কে মাথায় রেখেই শুরু হবে ছবির কাজ। আর ওই ৩টি মূল চরিত্রের জন্যই শাহরুখ, সালমান, আমিরকে ভেবেছেন সাজিদ।

শাহরুখ-সলমান বা সলমান-আমির এর আগে অনেক ছবি করেছেন। “করণ অর্জুন” থেকে “আন্দাজ় আপনা আপনা”। কিন্তু, শাহরুখের সঙ্গে আমিরকে কোথাও দেখা যায়নি। একে অপরের থেকে বিশ ক্রোশ দূরে থেকেছেন তাঁরা। এবার যদি সাজিদ এই অসম্ভবকে সম্ভব করতে পারেন, সই করিয়ে ফেলতে পারেন ৩ খানকে একসঙ্গে, তাহলে আর দেখে কে। পিকচার হিট হবেই হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ