একেই বোধ হয় বলে ভাগ্যের ফের। একটা সময় ছিল যখন পরিচালকরা মুখ ঘুরিয়ে ছিলেন তাঁর থেকে। কিন্তু একটি ছবি বদলে দিল সব। কুইনের পর থেকে সাফল্যের সাত ভি আসমান প্যার রয়েছেন কঙ্গনা। আর এখন দীপিকা, করিনা, প্রিয়াঙ্কাকে পিছনে ফেলে তিনি এখন বলিউডের সব থেকে দামী অভিনেত্রী।
বলিঅন্দরের খবর, ‘তনু ওয়েডস মনু’ ছবির জন্য কঙ্গনা নিয়েছেন ১১ কোটি টাকা। আর এই অঙ্কই পিছনে ফেলে দিয়েছে বাকি সবাইকে। বলিউডে সব থেকে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন দীপিকা পাড়ুকোন ৯ কোটি টাকা। তারপর করিনা ৮-৯ কোট, প্রিয়াঙ্কা ৭-৮ এবং ক্যাটরিনা ৭ কোটি। এই হিসাবে দেখতে গেলে দীপিকা, করিনাকে পিছনে ফেলে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন কঙ্গনা।
‘কুইন’ ছবির পর থেকে বলিউডে হিট কঙ্গনা। এমনকি এই ছবি ঘরে এসে দিয়েছে তাঁর জাতীয় পুরস্কারও। কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে নায়িকার আপকামিং ছবি ‘কাট্টি বাট্টি’। যেখানে কঙ্গনার বিপরীতে রয়েছে ইমরান খান।