[english_date]

এই গরমে সুস্থ থাকতে খুব সহজে তৈরী করুন কলার জুস

আয়রন ও ফাইবারে সমৃদ্ধ কলা শরীরের জন্য ভীষণ উপকারি। রক্তচাপজনিত সমস্যা মোকাবিলা থেকে অ্যানিমিয়া, সবেতেই কলা একাই একশো। তাই এই গরমে আপনাকে সুস্থ রাখতে আজ থাকছে কলার জুস।
উপকরণ :

  • পাকা কলা ২টা ছোটো ছোটো টুকরো করে কাটা
  • দুধ হাফ কাপ
  • চিনি ৪ চামচ
  • আইস কিউব ৬-৭টি
  • কিসমিস ১০-১২টি
  • কাজু বাদাম ১০-১২টি

প্রনালি:

  • প্রথমে মিক্সারে কলার টুকরোগুলো নিয়ে নিন।
  • এবার তার মধ্যে দুধ, চিনি ও আইস কিউব দিন।
  • সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিহি করে নিন।
  • এবার একটি গ্লাসে কলার শরবত ঢেলে পরিবেশন করুন।
  • ব্যাস তৈরী কলার জুস।
  • গার্নিশিংয়ের জন্য কাজু, কিসমিস অথবা আপনার পছন্দমত আইটেম ব্যবহার করতে পারেন।

মজার মজার রেসিপি ও টিপস, রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেইজে ধন্যবাদ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ