এইবার মামুনের স্ত্রীকে খালাসের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এবার ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিনকে খালাস করে হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে মামলাটি হাইকোর্টে পুনরায় শুনানির নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ দুদকের লিভ টু আপিল নিষ্পত্তি করে এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম এবং গিয়াসউদ্দিন মামুনের স্ত্রীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
এর আগে গতকাল গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করেন আপিল বিভাগ।
বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৮ মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় মামুন ও তার স্ত্রী শাহিনা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিনের বিরুদ্ধে নয় কোটি ২২ লাখ ৭৯ হাজার ৫৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মামুনের বিরুদ্ধে ১০১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার ৩৬৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
ওই বছরের ২৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের আরেক সহকারী পরিচালক সৈয়দ তাহসিনুল হক।
মামলার বিচার শেষে ২০০৮ সালের ২৭ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত মামুনকে ১০ বছর এবং তাঁর স্ত্রী শাহিনা ইয়াসমিনকে তিন বছরের দণ্ডাদেশ দেন। মামুন ও শাহিনা ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০১২ সালে তাঁদের খালাস দেন হাইকোর্ট।