[english_date]

এইজি সুবুরায়াকে গুগল শ্রদ্ধা জানাল ডুডলে

তাঁর হাতেই তৈরি হয়েছে ‘গডজিলা’৷ তাঁর সর্বশেষ ম্যাজিক হল ‘আলট্রাম্যান’৷ সেই এইজি সুবুরায়াকে গুগল শ্রদ্ধা জানাল ডুডলে৷ জাপানি এই স্পেশাল এফেক্ট ডিরেক্টরের আজ ১১৪তম জন্মদিন৷

সায়েন্স ফিকশন ঘরানার চলচ্চিত্রের ক্ষেত্রে এইজির অবদান অসামান্য৷ সুবুরায়া কেরিয়ার শুরু করেন এক সিনেমাটোগ্রাফার হিসেবে৷ প্রথম জীবনে ক্যামেরা হাতেই ছিল তাঁর যাবতীয় কাজকর্ম৷ ক্রমশ মন যায় ভিস্যুয়াল এফেক্টেসের দিকে৷ পুরানো হলিউডি ‘কিং কং’ সিনেমা দেখার পর থেকেই বদলে যায় তাঁর জীবনের লক্ষ্য৷ তিনি ঠিক করেন, ভবিষ্যতে তিনি এ রকমই ‘মনস্টার মুভি’  বানাবেন৷ ১৯৩৮ সালে জাপানের তোহো টোকিও স্টুডিওতে  স্পেশাল-ভিস্যুয়াল টেকনিকের প্রধান হন৷ তার পরের বছরেই সেখানে  স্পেশাল এফেক্টের আলাদা একটি বিভাগই চালু করেন সুবুরায়া৷

সাদা-কালো ‘গডজিলা’ সিরিজে নিয়ে কাজ করার সময়েই তাঁর উদ্ভাবনী শক্তির পরিচয় দেন তিনি৷ অভিনেতাকে রবার স্যুইট পরিয়ে তিনি যে মনস্টার এফেক্ট এনেছিলেন তা পরবর্তীকালে জাপান সহ গোটা বিশ্বের চলচ্চিত্রকে প্রভাবিত করে৷তাঁর আবিষ্কারের অনেক পদ্ধতিই পরবর্তীকালে এ রকম মনস্টার মুভির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে৷ এখনও হয়৷ জাপানি লাইভ অ্যাকশন তোকুসাস্তুকে তিনি জনপ্রিয় করে তোলেন৷ স্পেশাল এফেক্ট জগতের এই প্রবাদপ্রতিম শিল্পীর ১১৪তম জন্মদিনে শ্রদ্ধা জানাল গুগল৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ