আগেই নিশ্চয়তা ছিল না জীবনের৷ এবার কাল হল অনিয়ন্ত্রিত যৌন জীবন৷ নিরোধক ছাড়াই যৌন সংসর্গ করে এইচআইভি সংক্রমণ হওয়ার ফল ভুগতে হল ১৬ জন আইএস জঙ্গিকে৷ তাদের মানববোমা হিসেবে ব্যবহার করার নির্দেশ দিয়েছে আইএস নেতৃত্ব৷
পূর্ব সিরিয়ার আইএস চালিত হাসপাতালে চিকিৎসা চলছে তাদের৷ আর তারা এইচিআইভি আক্রান্ত বলে চিকিৎসকেরা জানিয়ে দেওয়ার পরই এই নির্দেশ দেওয়া হয়েছে৷
পোস্টটি যতজন পড়েছেন : 247