৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উসকানি ও মিথ্যা প্রতিবেদন না করার অনুরোধ সিএ প্রেস উইং ফ্যাক্টসের

যে কোনো ধরনের উসকানিমূলক ও মিথ্যা প্রতিবেদন থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে সিএ (চিফ অ্যাডভাইজর) প্রেস উইং ফ্যাক্টস।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়।

এতে বলা হয়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জমা দেওয়া ওকালতনামায় দেখা যাচ্ছে, অ্যাডভোকেট সুবাশিশ শর্মা তার আইনজীবী। আমরা সকলকে যে কোনো প্রকার উসকানিমূলক ও মিথ্যা প্রতিবেদন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সৃষ্ট সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। নিহত আলিফ (৩৫) সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)। সাইফুল লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ