১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উলটে পড়ে ক্যামেরাম্যানের সঙ্গে গড়াগাড়ি শান্তর

খেলা শুধু মাঠেই চলে না। কখনো কখনো মাঠের খেলার রেশ আচড়ে পড়ে বাইরেও। তাতে ঘটে মজার ঘটনাও। অবশ্য গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্যামেরাম্যানের সঙ্গে নাজমুল হোসেন শান্তর ঘটনাটি তিক্তকরই হতে পারত। ঘটতে পারত বিপজ্জনক কিছু। তবে তেমন কিছু হয়নি। আর অপ্রীতিকর কিছু ঘটেনি বলেই তা মজার ঘটনায় রূপ নিয়েছে। ক্যাচ ধরতে গিয়ে উলটে পড়ে মাঠের বাইরের ক্যামেরাম্যানের সঙ্গে গড়াগাড়ি, ব্যাপারটি নিয়ে নাজমুল হোসেন শান্ত নিজেও হয়তো এখন হাসছেন!

 

ঘটনাটি ঘটেছে গতকাল বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচে। প্রথমে ব্যাট করা কুমিল্লার ইনিংসের চতুর্থ ওভারে। বল করছিলেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার গুড লেন্থের ডেলিভারি ফ্লিক করেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান। বল উড়ে যাচ্ছিল সীমানার ওপারের দিকে। ছক্কা বাঁচাতে ফিল্ডার নাজমুল হোসেন শান্ত লাফিয়ে ওঠেন। বল লুফেও নেন তিনি। কিন্তু শরীরের ভারসাম্য রক্ষা করতে পারেননি। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি উলটে মাঠের বাইরে পড়ে যান।

উলটে পড়ার আগে তিনি ঠিকই ছক্কা বাঁচিয়েছেন। বল ধরে ভেতরে ছুড়ে মেরে তবেই মাঠের বাইরে পড়ে যান তিনি। তিনি ঠিক যেখানটিতে পড়ে যান, সেখানেই একজন ক্যামেরাম্যান ক্যামেরার ফোকাসে চোখ রেখে নিজের কর্ম করছিলেন। তার অজান্তেই নাজমুল গিয়ে ঠিক তার ওপরে গিয়ে পড়েন! পড়ে গিয়ে দুজনে গড়াগড়িও যান। কিন্তু নাজমুল বা ক্যামেরাম্যান, কেউই আঘাত পাননি। ক্যামেরারও কোনো ক্ষতি হয়নি। অবশ্য নাজমুল দ্রুতই উঠে এসে নিজেই আবার ফিল্ডিং করে বল থ্রু করেন। ছক্কার জায়গায় মালান মাত্র ২ রান নিতে সক্ষম হন।

পরে ব্যাট হাতে মাত্র ১৯ রান করলেও নাজমুলের দল সিলেট ঠিকই টানা তৃতীয় জয়টি তুলে নিয়েছে। কুমিল্লার ১৪৯ রান মাশরাফি-নাজমুলদের সিলেট টপকে গেছে ১৪ বল আর ৫ উইকেট হাতে রেখেই।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ