উর্ধ্বাঙ্গ অনাবৃত করে ফোটোশুট করলেন অদিতি রাও
বলিউডের সিজ়লিং ফোটোশুট মানে বিকিনি পরিহিতা কোনও হট নায়িকা। নগ্ন ফোটোশুট সেভাবে কোথায় দেখা যায় মুম্বইয়ের টিনসেল টাউনে? এই সেদিন কৃষ্ণা শ্রফের প্রায় টপলেস ফোটো নিয়ে হৈ হৈ কাণ্ড হয়েছিল। তারপরেও নগ্ন ফোটোশুট?
সেটাই করলেন অদিতি রাও হায়দারি। একটি ম্যাগাজ়িনের জন্য উর্ধ্বাঙ্গ অনাবৃত করে ফোটোশুট করলেন তিনি। পরেছেন শুধু একটি লেহেঙ্গা আর ইয়াররিং। অদিতির কস্টিউমটি ডিজ়াইন করেছেন নিখিল থাম্পি ও মোহিত রাই।
তবে এটাই প্রথম বার নয়। এর আগেও সাহসী ফোটোশুট করছিলেন অদিতি। এর আগে GQ ম্যাগাজ়িনের জন্য সাহসী ফোটোশুট করেছিলেন তিনি। তবে সেটি এতটা সাহসী ছিল না।
পোস্টটি যতজন পড়েছেন : ২৩৫