খুসকি। উফ! করি কি? অফিসে কলিগদের সামনে মুখ দেখাতে লজ্জা করে । নো টেনশান। চলুন খুসকি থেকে মুক্তি পেতে জেনে নেই হালকা টিপস।
আমাদের সবার রান্নাঘরে এই সবজি আছে। তবে আমারা অনেকেই জানিনা এটার ব্যবহার। তাইতো বাজারে চলতি প্রসাধনীর দিকেই আমারা ছুটছি। কিন্তু আপনি জানেন কি এই টমেটো ব্যবহার করে আপনি মুক্তি পেতে পারেন অনেক সমস্যা থেকে যেগুলি আপনার দামী ক্রিম আপনাকে দিয়ে থাকে। জেনে নিন কীভাবে-
মাথার খুশকি নো চিন্তা বাড়িতে টমেটো আছে তো তাহলেই হবে। আধ কাপ নারকেল তেলের এর সঙ্গে এক কাপ টমেটোর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। দেখবেন খুশকি উধাও।
মুখে রোদের কালো দাগ তুলতে টমেটো স্ক্র্যাব হিসেবে ব্যবহার করা যায়। এক চাকতি টমেটো কেটে সারা মুখে ঘষে ঘষে লাগান কিছু দিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন।
হাতে-পায়ে কালো আড়িয়ে উজ্জ্বলতা বৃদ্ধি করতে চাইলে ১টেবিল চামচ ময়দা এবং ১টা পাকা টমেটোর মিশ্রণ সপ্তাহে দুদিন মাখুন। উপকার পাবেন।
টমেটোতে রয়েছে প্রচুর আয়রন। তাই যারা রক্তস্বল্পতায় ভুগছেন তারা যদি নিয়মিত একটি করে পাকা টমেটো খান তাহলে উপকার পাবেন।