১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উপদেশ নয় করে দেখান- ফরহাদ আমিন

বন্ধুরা সৃষ্টি জগতের সেরা প্রাণী হচ্ছে মানুষ। যুগে যুগে সকল অসম্ভবকে সম্ভবে পরিণত করেছে তা আমাদের মত মানুষ। অন্য কোন জগত থেকে কেউ এসে সকল অসম্ভবকে সম্ভবে পরিণত করেনি। যদি অন্য কেউ পেরে থাকে তাহলে আপনি কেন পারবেন না ? আপনিও তার মত একজন মানুষ ছাড়া অন্য কিছু নয়।আপনি কি বিশ্বাস করেন সঠিক চেষ্টা থাকলে তা সফল হওয়া সম্ভব। এখানে একটা কথা বলে রাখা দরকার “ আমরা কিছু পারি আর না পারি উপদেশটা ভালই দিতে পারি” আমার প্রশ্ন আপনি কি আমাকে একটি উদহারণ দেখাইতে পারবেন ? মুখের উপদেশে কোন ব্যাক্তির কোন ধরনের সফলতা এসেছে ? উত্তর হবে না তাহলে কেন মুখের উপদেশ দিয়েই যাবেন। যদি পারেন মুখে উপদেশ না দিয়ে কিছু একটা করে দেখান, তবে আপনাকে আর মুখে উপদেশ দিতে হবেনা আপনার সফলতা দেখে অন্যারাও কিছু একটা করার জন্য এগিয়ে আসবে।কারণ সে যখন দেখবে তার চোখের সামনে আপনার সফল পরিবর্তন তখন সেও ভাববে আমিওত তার মত মানুষ তাহলে আমি কেন পারবনা। এ ধারণ নিয়ে সেও কর্মক্ষেত্রে ঝাপিয়ে পড়বে। যে ব্যক্তি একজন সফল মানুষকে অনুসরন করে কোন কাজ করে তারও সফলতা আসবে বলে আমার বিশ্বাস। এভাবে একে একে প্রত্যেকে কর্মক্ষেত্রে সফল হয়, তা হলে একবার ভাবুনত আপনি আপনার অজান্তে সমাজ ও দেশের জন্য কি করলেন ? যেখানে আসবে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি সাথে সাথে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি। তাই বলি আর মুখে উপদেশ নয় আগে নিজে কোন সফল কর্ম সম্পাদন করি তবেই অন্যরা ঐ পথ অনুসরণ করতে বাধ্য হবে। তবেই ত আপনি একজন সফল মানুষ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ