[english_date]

উন্মোচিত হলো বিপিএলের নতুন আসরের লোগো

২২ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমি য়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। আজ শনিবার রাজধানীর এক হোটেলে বিপিএলের নতুন আসরের লোগো উন্মোচিত হলো। লোগোতে টাইটেল স্পন্সর হিসেবে বিআরবি ক্যাবলসের নাম লেখা। লোগো উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ার‍ম্যান জালাল ইউনুস ও স্পন্সর প্রতিষ্ঠানটির পরিচালক মেজবাউর রহমান।
২০১২ সালে বিপিএলের প্রথম আসরের টাইটেল স্পন্সর ছিল ডেসটিনি লিমিটেড। এর পরের বছর ছিল প্রাইম ব্যাংক। তৃতীয় আসরে তৃতীয়বারের মতো টাইটেল স্পন্সর পেল জমকালো টি-২০ টুর্নামেন্টটি।
২২ নভেম্বর খেলা শুরু হলেও বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে ২০ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচ দুপুর ২টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা পৌনে ৭টায়। আর ১৫ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে।
অনুষ্ঠানে জালাল ইউনুস বলেন, ‘আজ থেকে শুরু হয়ে গেল বিপিএলের তৃতীয় আসরের কাউন্টডাউন। মাঝখানে এক বছর বিরতি দিয়ে আমরা আবার এই প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমাদের এই যাত্রাপথে যারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, তাদের আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে বিআরবি ক্যাবলসকে ধন্যবাদ জানাই।’
বিআরবি ক্যাবলসের পরিচালক মেজবাউর রহমান বলেন, ‘ক্রিকেটের মাধ্যমে পুরো দেশ যখন আনন্দে মেতে উঠছে, সে সময়ে আমরা ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। আমাদের স্পন্সর হওয়ার সুযোগ করে দেয়ায় বিসিবিকে ধন্যবাদ।’
বিপিএলের এবারের আসরে লড়াইয়ে নামছে ছয়টি দল। এগুলো হলো—ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, সিলেট সুপারস্টার্স, বরিশাল বুলস ও চিটাগাং ভাইকিংস।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ